ভৌত বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


81) হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর
A) গতিশক্তি বৃদ্ধি পায়
B) স্থিতি শক্তি বৃদ্ধি পায়
C) পায় গতিশক্তি হ্রাস পাই
D) স্থিতি শক্তি হ্রাস পায়

82) কোন্ এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়?
A) ক্যান্ডেলা
B) ডায়প্টার
C) হার্জ
D) ডিগ্রী

83) একটি তরলের মুক্ত তল থেকে গভীরতা যত বৃদ্ধি পায়, তরল দ্বারা প্রযুক্ত চাপ তত--
A) হ্রাস পায়
B) শূন্য হয়ে যায়
C) বৃদ্ধি পায়
D) সমান থাকে

84) মরীচিকা কী কারণে উৎপন্ন হয়?
A) প্রতিসরণ
B) প্রতিফলন
C) আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
D) বিক্ষিপ্ত প্রতিফলন

85) গে লুসাকের নাম কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত ?
A) গ্যাসের আয়তন
B) তড়িৎ বিশ্লেষণ
C) শীততাপ নিয়ন্ত্রণ
D) চৌম্বক শক্তি

86) Identify the vector quantity from the following : / নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল—:
A) Heat/ তাপ
B) Angular momentum/ কৌণিক ভরবেগ
C) Time/ সময়
D) Work/ কাজ

87) Nuclear sizes are expressed in a unit named / পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় —
A) Fermi/ ফার্মি
B) Angstrom/ অ্যাংস্ট্রম
C) Newton/ নিউটন
D) Tesla/ টেসলা

88) Superconductors are substances which / অতি পরিবাহী পদার্থ যারা
A) conduct electricity at lower temperature/ কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে ।
B) offer high resistance to the flow of current./ বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে ।
C) offer no resistance to the flow of current./ বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না ।
D) conduct electricity at high temperature,/ উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে ।

89) The absorption of ink by blotting paper involves / শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হল
A) viscosity of ink/ কালির সান্দ্রতা
B) capillary action/ কৈশিক (capillary) ক্রিয়া
C) diffusion of ink/ কালির আশ্লেষ (diffusion)
D) siphon action/ সাইফন (siphon) ক্রিয়া

90) TV remote control uses / টি.ভি. রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, তা হল
A) Infrared frequency/ ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি
B) Radio frequency/ রেডিও ফ্রিকোয়েন্সি
C) Visible frequency/ ভিসিবল ফ্রিকোয়েন্সি
D) Ultraviolet frequency/ অতিবেগুনি ফ্রিকোয়েন্সি

91) All electromagnetic wave have the same / সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
A) Frequency/ কম্পাঙ্ক
B) amplitude/ বিস্তার
C) wavelength in vacuum/ শূন্যস্থানে তরঙ্গদৈর্ঘ্য
D) speed in vacuum/ শূন্যস্থানে বেগ

92) If we add salt to pure water, its boiling point will / বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
A) increase/ বাড়বে
B) decrease/ কমবে
C) remains same/ একই থাকবে
D) None of the above/ উপরের কোনোটিই নয়

93) A stone tied to a string is whirled in a circle. As it was revolving, the rope suddenly snaps. Then / একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে
A) The stone flies off tangentially/ পাথরটি স্পর্শক বরাবর যাবে ।
B) The stone moves radially outward/ পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে ।
C) The stone moves radially inward/ পাথরটি ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে যাবে ।
D) None of the above/ উপরের কোনোটিই নয় ।

94) A body is floating in a liquid partly immersed. The body and the liquid are taken to moon. The body / একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি
A) will continue to float as before/ আগের মতই ভাসতে থাকবে ।
B) floats with greater part immersed/ বেশি অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
C) floats with lesser part immersed/ কম অংশ নিমজ্জিত অবস্থায় ভাসবে ।
D) will sink/ ডুবে যাবে ।

95) A bomb is dropped at a point from a moving aeroplane. The pilot observes that / কোন চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হল । বিমান চালক দেখবে যে
A) the bomb traverses a curved path and falls some distance behind that point./ বোমটি বক্রপথে চলে ঐ স্থানের পিছনে পড়ে ।
B) the bomb traverses a curved path and falls some distance ahead./ বোমটি বক্রপথে চলে ঐ স্থানের সামনে পড়ে ।
C) the bomb drops vertically downward./ বোমটি উলম্বভাবে নীচে পড়ে ।
D) the bomb remains stationary in the air for some time./ বোমাটি কিছু সময় বায়ুতে স্থির থাকে ।

96) Good absorbers of heat are / উত্তম তাপ শোষকরা হল
A) poor emitters/ দুর্বল বিকিরক
B) non-emitters/ অ-বিকিরক
C) good emitters/ উত্তম বিকিরক
D) highly polished/ উচ্চ পালিশযুক্ত

97) Ventilators are provided at the top of the room / ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে
A) to bring oxygen for breathing./ শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য ।
B) so that sunlight may enter the room./ যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে ।
C) to maintain convectional currents to keep the air fresh in the room./ বাতাসের পরিচলনস্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য ।
D) to provide an outlet for carbon dioxide./ কার্বন ডাই অক্সাইডের একটি নির্গমন পথ রাখার জন্য ।

98) Voice of your friend can be recognized by its / তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার
A) pitch/ পিচ (তীক্ষ্ণতা) দ্বারা
B) quality/ কোয়ালিটি (গুণ বা জাতি) দ্বারা
C) intensity/ প্রাবল্য (তীব্রতা) দ্বারা
D) velocity/ বেগ দ্বারা

99) Light year is / 'আলোকবর্ষ' হল
A) light emitted by sun in one year./ এক বছরে সূর্য যে আলো বিকিরণ করে ।
B) time taken by light to travel from Sun to Earth./ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে ।
C) the distance travelled by light in free space in one year./ শূন্যস্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ।
D) time taken by earth to go once around the Sun./ সূর্যের চারদিকে এক বার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে ।

100) Twinkling of stars is on account of / তারাদের ঝিকিমিকি করার কারণ হল
A) large distance of stars and storms in air./ এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়
B) rotation of earth./ পৃথিবীর ঘূর্ণন
C) large size of stars./ তারাদের বিশাল আকার
D) large distance of stars and fluctuations in the density of air./ এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি